নিউজ ডেস্ক || লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা চলাকালীন আচমকাই কিছু বিক্ষোভকারী বাধা সৃষ্টি করার চেষ্টা করেন। ভোট পরবর্তী হিংসা ও আরজি কর কাণ্ডের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করলেও, তিনি ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন এবং সৌজন্য বজায় রেখে উত্তর দেন।
এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় কড়া প্রতিক্রিয়া দেন। তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীরা সিপিএম সমর্থিত এবং তারা বাংলার সম্মানকে ছোট করার চেষ্টা করছে। কুণাল ঘোষ লেখেন, “সিপিএমের যে দুচারপিস অক্সফোর্ডে বাঁদরামি করল, এরা দেশ, বাংলার সম্মান বোঝে না। বক্তৃতায় বাধা কেন? প্রশ্ন করো প্রশ্নোত্তর পর্বে। তা নয়, বাঁদরামিটাই এদের সংস্কৃতি।”
তিনি আরও বলেন, “লেজ গুটিয়েই যদি পালাবি, তাহলে এলি কেন ছ’পিস বাঁদর? ফেসবুক আর গণশক্তিতে বিপ্লব করতে?” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে।