নিজস্ব প্রতিনিধি || দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা ম্যাজিস্ট্রেট স্মিতা মাল জেলার এক চিকিৎসক এবং এক প্রকৌশলীর বিরুদ্ধে প্রাথমিক প্রমাণের ভিত্তিতে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত ডাক্তার আর শংকর দত্তের বিরুদ্ধে নীহারনগর সরকারি হাসপাতালে অবৈধ গর্ভপাত পরিচালনার অভিযোগ উঠেছে। তিন সদস্যের একটি তদন্ত কমিটি ঘটনাটি খতিয়ে দেখে অভিযোগের সত্যতা নিশ্চিত করে তাদের রিপোর্ট জমা দেওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেট এ পদক্ষেপ নেন।
অবৈধ গর্ভপাতের ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে যখন হাসপাতালের একটি জারে ভ্রূণ, ব্যবহৃত গজ এবং ব্যান্ডেজ পাওয়া যায় এবং বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়।
অন্যদিকে, জোলাইবাড়ি ব্লকে প্রধানমন্ত্রী গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্পের (REGA) সামগ্রী ব্যবহারে গাফিলতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন একট এ বিষয়েও এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছেন।এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।