নিউজ ডেস্ক || স্পেসএক্স-এর সফল মিশনে অসমের সন্তান ভবানী ভি শর্মার উল্লেখযোগ্য ভূমিকা দেশের জন্য গৌরবের বিষয়। দরং জেলার আদি-বাসিন্দা এবং স্পেসএক্স-এর সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভবানী শর্মা প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে মহাকাশচারী সুনিতা উইলিয়ামসকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অসম থেকে আসা প্রকৌশলীর এই অগ্রযাত্রা রাজ্যের উচ্চাকাঙ্ক্ষী প্রতিভাদের জন্য একটি বড় অনুপ্রেরণার উৎস। প্রযুক্তির শীর্ষস্থানে পৌঁছানোর পথে আসাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে শুরু করে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাঁর কঠোর পরিশ্রম ও প্রতিভার দৃষ্টান্ত স্থাপন করে ভবানী। মহাকাশ প্রযুক্তির জগতে তাঁর অসামান্য সাফল্য অসমের প্রতিভাকে বিশ্ব দরবারে তুলে ধরেছে।
তাঁর এই সাফল্য শুধু পরিবার এবং রাজ্যের জন্যই নয়, বরং গোটা দেশের জন্য অনুপ্রেরণা এবং গর্বের বিষয়। ভবানী শর্মার যাত্রাপথ ও অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।