অমিত শাহ-মনোজ সিনহার শুভেচ্ছা
নিউজ ডেস্ক || অসম রাজ্যের প্রতিষ্ঠাতা স্বৰ্গদেও চাওলুং সুকাফার অসমে আগমনের স্মৃতিবিজড়িত অসম দিবসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শপথ নিয়েছেন যে, তিনি সুকাফার দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে অটল থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি অসমবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স-এ লিখেছেন, “আজকের দিনটি স্বৰ্গদেও চাওলুং সুকাফা অসমে আগমন করেছিলেন এবং আমাদের ভূমি ও উত্তরাধিকার স্থাপন করেছিলেন। আমরা অসম দিবস উদযাপন করছি এবং প্রতিজ্ঞা করি যে, বৰ অসমকে যেমন তিনি কল্পনা করেছিলেন—গর্বিত, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে থাকব।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “অসম দিবস উপলক্ষে অসমের বোন-ভাইদের শুভেচ্ছা। এই দিনটি অহোম যুগের গৌরব স্মরণ করে এবং আমাদের সমৃদ্ধ সংস্কৃতি রক্ষার প্রতিশ্রুতি দৃঢ় করে। গত নয় বছরে মোদি সরকার অসমে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের নতুন যুগ এনেছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”
জম্মু ও কাশ্মীরের এলজি মনোজ সিনহা স্বৰ্গদেও চাওলুং সুকাফা ও বীর লাচিত বৰফুকনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অসমের শান্তি-সমৃদ্ধি কামনা করেছেন। অসম পুলিশও সুকাফার ঐক্য, শান্তি ও সংহতির আদর্শকে চিরপ্রেরণা হিসেবে স্মরণ করেছে।
প্রতি বছর ২ ডিসেম্বর অসম দিবস পালিত হয়। ১২২৮ সালে ১৩ বছরের কঠিন যাত্রা শেষে স্বৰ্গদেও চাওলুং সুকাফা ব্রহ্মপুত্র উপত্যকায় পৌঁছে অহোম রাজ্যের ভিত্তি স্থাপন করেন। ছয় শতাব্দীরও বেশি সময় ধরে অহোমরা অসম শাসন করে এ অঞ্চলের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিচয় গড়ে তুলেছিল।
অসম দিবস শুধু ঐতিহাসিক স্মৃতিচারণ নয়, অসমের বহুত্ববাদী ঐক্য ও স্বত্বের প্রতীকও। এ বছরের উদযাপন রাজ্যের সাংস্কৃতিক গর্ব এবং উন্নয়নের প্রতিশ্রুতিকে আরও জোরালো করেছে।


