নিজস্ব প্রতিনিধি ৷৷ মাত্র তিন মাস আগে স্বামী রাজেশ রায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই অসহায় বিধবা তনুশ্রী সাহার উপর নেমে এলো আরেক দুর্যোগ। শনিবার গভীর রাতে দক্ষিণ চড়িলামের ৬ নং কলোনিতে তার বাড়িতে চোরের দল হানা দেয়। ঘরের বেড়া কেটে ঢুকে তারা স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। ঘটনার সময় তনুশ্রী তার সন্তানকে নিয়ে বাড়ির বাইরে ছিলেন, নাহলে চোরের দল তাকে ও তার সন্তানের প্রাণ সংশয়ের কারণ হতে পারত বলে তিনি দাবি করেছেন।
রবিবার সকালে বাড়ি ফিরে চুরির ঘটনা দেখে তনুশ্রী চিৎকার শুরু করলে পাড়া-প্রতিবেশীরা ছুটে আসেন। খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বিশ্রামগঞ্জ থানার পুলিশ তনুশ্রীকে জানিয়েছে, যদি কাউকে সন্দেহ হয় তবে লিখিত অভিযোগ দায়ের করতে। তনুশ্রী জানান, এলাকার কিছু নেশায় আসক্ত যুবক এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি পুলিশকে একান্তে সন্দেহভাজনদের নাম জানাবেন বলে জানিয়েছেন।
পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করার আশ্বাস দিয়েছে। তনুশ্রীর মতো অসহায় বিধবার এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে।