নিউজ ডেস্ক || আগরতলার আইএলএস হাসপাতালে একটি নতুন ক্যান্সার কেয়ার সেন্টার উদ্বোধন করা হয়েছে, যার লক্ষ্য ত্রিপুরা রাজ্যের মধ্যেই ক্যান্সারের চিকিৎসাকে আরও সহজলভ্য করে তোলা। এই কেন্দ্রটি আইএলএস হাসপাতাল এবং ইন্টারন্যাশনাল অঙ্কোলজি ক্যান্সার ইনস্টিটিউটের একটি যৌথ উদ্যোগ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। তিনি তাঁর ভাষণে বলেন যে, বিগত সাত বছরে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে এবং এর ফলে বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা এখন রাজ্যেই সহজতর হয়েছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রধান অংশ:
- স্থানীয় চিকিৎসার উন্নতি: ডাঃ সাহা উল্লেখ করেন যে বেসরকারি উদ্যোগে আইএলএস হাসপাতালে এই নতুন ক্যান্সার কেয়ার সেন্টারটি রাজ্যের ক্যান্সার রোগীদের চিকিৎসার সুযোগকে আরও সহজ করে তুলবে। তিনি জানান যে, অনেক ক্যান্সার রোগী চিকিৎসার জন্য মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালে যান। তাদের সুবিধার্থে রাজ্য সরকার মুম্বাইতে থাকার জন্য একটি জায়গা চিহ্নিত করে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।
- সরকারি উদ্যোগ: মুখ্যমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার গঠিত হওয়ার পর এই হাসপাতালের জন্য ৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়। এই অর্থে প্যাট স্ক্যান, এমআরআই, সিটি স্ক্যান এবং রেডিওথেরাপির মতো অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। কেন্দ্রটিতে রেডিয়েশন অঙ্কোলজি, সার্জিক্যাল অঙ্কোলজি এবং মেডিক্যাল অঙ্কোলজিসহ নয় ধরনের আধুনিক চিকিৎসা পরিষেবা দেওয়া হয়।
- স্বাস্থ্য পরিকাঠামোর সম্প্রসারণ: ডাঃ সাহা ঘোষণা করেন যে, আগরতলায় একটি ১০০ শয্যাবিশিষ্ট রিজিওন্যাল টার্শিয়ারি চক্ষু হাসপাতাল স্থাপন করা হবে, যার জন্য বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে। তিনি আরও জানান যে, এজিএমসি ও জিবি হাসপাতালে সফলভাবে দুটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছে এবং লিভার প্রতিস্থাপনেরও উদ্যোগ নেওয়া হচ্ছে।
- চিকিৎসা শিক্ষা ও ব্যবস্থাপনা: রাজ্যে এখন প্রায় ৪০০ জন ছাত্রছাত্রীর এমবিবিএস পড়ার সুযোগ রয়েছে। সম্প্রতি এইমস (AIIMS)-এর অধিকর্তার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের পরামর্শ অনুযায়ী, রাজ্য সরকার একটি হাসপাতাল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট খোলার বিষয়ে গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন আইএলএস হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর ডাঃ ওম তাঁতীয়া। এছাড়াও বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল অঙ্কোলজি ক্যান্সার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ডাঃ মধুর গর্গ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ প্রমোদ কুমার শর্মা।