নিউজ ডেস্ক || ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকার ক্রমাগত নজর রাখছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। শনিবার তিনি আইজিএম হাসপাতালের ওপিডি এবং ডেন্টাল কলেজের বিভিন্ন বিভাগ আকস্মিকভাবে পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের কাজের বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মানুষের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে এই সরকার সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আইজিএম হাসপাতালের অতীতের চিত্রের সঙ্গে বর্তমানের অনেক তফাত রয়েছে। এই হাসপাতাল দিন দিন উন্নতির দিকে এগোচ্ছে।” তিনি আরও জানান, রোগীর চাপ থাকা সত্ত্বেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী জানান, এদিনের পরিদর্শনে তিনি হাসপাতালের পরিষেবা আরও উন্নত করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন। তিনি বলেন, “আমি প্রায়ই এই হাসপাতালে আসি এবং এর ক্রমাগত উন্নতি লক্ষ্য করছি।” পাশাপাশি ডেন্টাল কলেজ পরিদর্শনের সময় তিনি কর্মীদের সময়ানুবর্তিতা ও রোগীদের সেবার বিষয়েও তথ্য নেন।
সাংবাদিকদের তিনি জানান, এই পরিদর্শন সম্পূর্ণ আকস্মিক ছিল। তবে আকস্মিক হলেও হাসপাতালে তেমন কোনও বড় সমস্যা চোখে পড়েনি। “কিছু ছোটখাটো সমস্যা দেখা গেছে, যেগুলির সমাধানে আগামী দিনে পদক্ষেপ নেওয়া হবে,” বলেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।