নিউজ ডেস্ক || আইন-শৃঙ্খলা রক্ষা, নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, যান দুর্ঘটনা নিয়ন্ত্রণ সহ সাত দফা দাবিতে সরব হয়েছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। আজ শুক্রবার (২৩ মে, ২০২৫) এই সংগঠনের এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহানির্দেশকের (ডিজি) সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়।
প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, “রাজ্যের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছেন। চুরি-ছিনতাইয়ের ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে, যা জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। এছাড়াও, নেশার ক্রমবর্ধমান প্রকোপ থেকে যুবসমাজকে রক্ষার জন্য সরকার কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না।”
তিনি আরও জানান, আইন-শৃঙ্খলার উন্নতি, চুরি-ছিনতাই রোধ, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, নেশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের দাবিতে তারা পুলিশ মহানির্দেশকের কাছে স্মারকলিপি পেশ করেছেন। এই দাবিগুলোর দ্রুত বাস্তবায়নের জন্য তারা সরকার ও প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।
ডিওয়াইএফআই ও টিওয়াইএফ-এর এই উদ্যোগ রাজ্যের জনগণের মধ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রত্যাশাকে আরও জোরদার করেছে। সংগঠনগুলো জানিয়েছে, দাবি পূরণ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে।