নিউজ ডেস্ক || আগরতলা শহরকে জলমুক্ত ও সৌন্দর্যমণ্ডিত করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে আগরতলা পুর নিগম। শুক্রবার কের চৌমুহনী থেকে বিদূরকর্তা চৌমুহনী পর্যন্ত পরিদর্শনে গিয়ে এমনটাই জানালেন আগরতলার মেয়র দীপক মজুমদার। এই পরিদর্শনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুর কমিশনার শৈলেশ কুমার যাদব, কাউন্সিলর সহ অন্যান্য আধিকারিকরা।
পরিদর্শনকালে মেয়র জানান, শহরের রাস্তার দুই পাশে ড্রেন নির্মাণের কাজ চলছে। সরকারি ও খাস জমিতে এই নির্মাণকাজ সম্পন্ন হলেও, কিছু ক্ষেত্রে ব্যক্তিগত মালিকানাধীন জমিতে ক্ষতিপূরণ ছাড়াই ড্রেন নির্মাণের অভিযোগ উঠেছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।
মেয়র দীপক মজুমদার আরও বলেন, স্মার্ট সিটি প্রকল্পের আওতায় আগরতলার বিভিন্ন এলাকায় উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। শহরকে আরও বাসযোগ্য ও আধুনিক করতে পুর নিগম বদ্ধপরিকর।