নিউজ ডেস্ক || দেশে প্রতিবছর প্রায় ১১ মিলিয়ন ইউনিট রক্তের চাহিদার বিপরীতে মাত্র ৮ থেকে ৯ মিলিয়ন ইউনিট রক্ত সরবরাহ হয় রক্তদান শিবিরের মাধ্যমে। এই ঘাটতি পূরণে সমাজের সকল স্তরের মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ত্রিপুরার মন্ত্রী সুধাংশু দাস। রবিবার আগরতলার আড়ালিয়ায় প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মেগা রক্তদান শিবিরে তিনি এ কথা বলেন।
রাজযোগিনী প্রকাশমণির ১৮তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এই শিবিরে বহু স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী দাস বলেন, “রক্তদান মানবতার সর্বোত্তম দান। এটি শুধু জীবন রক্ষা করে না, বরং সমাজে আত্মত্যাগ ও সহমর্মিতার বন্ধনকে আরও মজবুত করে।” তিনি আরও জোর দিয়ে বলেন, রক্তদানের মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি ও জীবন রক্ষার এই মহৎ কাজে সকলকে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করতে হবে।
এই শিবিরে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীরা তাদের অংশগ্রহণের মাধ্যমে মানবতার প্রতি তাদের দায়বদ্ধতা প্রকাশ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে রক্তের ঘাটতি কমিয়ে আরও বেশি জীবন বাঁচানো সম্ভব হয়।