নিউজ ডেস্ক || পশ্চিম ত্রিপুরার লোকসভা সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের অক্লান্ত প্রচেষ্টায় আগরতলা ও গৌহাটির মধ্যে আরও একটি নতুন ট্রেন পরিষেবা চালুর জন্য কেন্দ্রীয় রেল মন্ত্রকের অনুমোদন পাওয়া গেছে। এই উদ্যোগ ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও সুগম ও যাত্রীবান্ধব করে তুলবে।
গত ২২ এপ্রিল কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাতে বিপ্লব কুমার দেব রাজ্যের রেল পরিষেবার উন্নয়নের জন্য একাধিক দাবি তুলে ধরেছিলেন। এর মধ্যে অন্যতম ছিল আগরতলা-গৌহাটি রুটে নতুন একটি এক্সপ্রেস ট্রেন যুক্ত করা। জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করে এই দাবি উত্থাপনের মাত্র এক মাসের মধ্যেই কেন্দ্রীয় রেল মন্ত্রক এই প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে।
আজ একটি চিঠির মাধ্যমে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিপ্লব কুমার দেবকে এই নতুন ট্রেন পরিষেবার অনুমোদনের কথা জানিয়েছেন। দ্রুত পদক্ষেপের জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীকে পত্র মারফত ধন্যবাদ জানিয়েছেন শ্রী দেব। উল্লেখ্য, ২২ এপ্রিলের সাক্ষাতেই রেল মন্ত্রী এই বিষয়ে তাঁকে আশ্বস্ত করেছিলেন।
বিপ্লব কুমার দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালীন সময় থেকেই রাজ্যের রেল পরিষেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর উদ্যোগে ইতিমধ্যে একাধিক এক্সপ্রেস ট্রেন সহ বিভিন্ন রেল পরিষেবা রাজ্যে যুক্ত হয়েছে। নতুন এই ট্রেন পরিষেবা গৌহাটির সঙ্গে ত্রিপুরার যোগাযোগ আরও সহজ করবে, যা যাত্রীদের সুবিধা ও সাচ্ছন্দ্য বাড়াবে।
এছাড়াও, রেল পরিকাঠামো উন্নয়ন, নতুন রেললাইন স্থাপন, ডবল লেন রেলপথ, এবং পরিষেবার আধুনিকীকরণের মতো বিষয়গুলিও রেল মন্ত্রকের বিবেচনাধীন রয়েছে বলে জানা গেছে। এই উদ্যোগগুলি ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করবে বলে আশা করা হচ্ছে।