এইমসের বিশেষজ্ঞদের পরামর্শে জিবি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উন্নতির নতুন দিগন্ত
নিউজ ডেস্ক ।। রাজ্যের প্রধান সরকারি রেফারেল হাসপাতাল গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামোর হালনাগাদ খতিয়ে দেখতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর অধিকর্তা প্রফেসর ডা. এম শ্রীবাসের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আগামী ৭ জুন আগরতলায় আসছে। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার আমন্ত্রণে এই দলটি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়ন এবং আধুনিকীকরণের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে।
স্বাস্থ্য দপ্তর ও হাসপাতাল সূত্রে জানা গেছে, এইমসের প্রতিনিধি দল ৭ জুন আগরতলায় পৌঁছে ওই দিনই জিবি হাসপাতাল পরিদর্শন করবে। পরিদর্শনের উদ্দেশ্য হলো হাসপাতালের চিকিৎসা পরিষেবার বর্তমান অবস্থা মূল্যায়ন করা এবং এটিকে আরও উন্নত ও আধুনিক করার উপায় নির্ধারণ করা। পরিদর্শন শেষে দলটি মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার সঙ্গে একটি বৈঠকে অংশ নেবে। এই বৈঠকে তারা তাদের পর্যবেক্ষণ, ত্রুটি-বিচ্যুতি চিহ্নিতকরণ এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন।
এইমসের প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো আধুনিকীকরণের জন্যও গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন। তারা জিবির সঙ্গে যুক্ত মেডিক্যাল কলেজের কার্যক্রমও পর্যবেক্ষণ করবেন। স্বাস্থ্য দপ্তরের একটি সূত্র জানিয়েছে, এইমসের বিশেষজ্ঞদের পরামর্শ ও অভিজ্ঞতার ভিত্তিতে রাজ্য সরকার জিবি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। এই প্রতিনিধি দল তাদের পরামর্শ ও অভিমত লিখিত আকারে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে, সম্প্রতি জিবি হাসপাতালে একাধিক রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতি ও অবহেলার অভিযোগ উঠেছে। সোমবার বিকালে মেডিসিন বিভাগে রেখা দেবনাথ নামে এক মহিলা রোগীর মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে গাফিলতির অভিযোগ তোলা হয়। এই অভিযোগের তদন্ত হলেও, তদন্তের ফলাফল বা এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের পদক্ষেপ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এইমসের বিশেষজ্ঞ দলের এই সফর জিবি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সফরের পর রাজ্য সরকার কীভাবে এই পরামর্শ বাস্তবায়ন করে তা নিয়ে সকলের দৃষ্টি রয়েছে। প্রতিনিধি দলটি ৮ জুন দিল্লি ফিরে যাবে।