নিউজ ডেস্ক || ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ মুক্তধারা অডিটোরিয়ামে আগরতলা সরকারি ডেন্টাল কলেজের তৃতীয় প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে তিনি কলেজের অগ্রগতি তুলে ধরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের কথা বলেন। একই সঙ্গে পুরোনো আই.জি.এম. হাসপাতালের ভূমিকম্প প্রতিরোধী সংস্কার কাজের উদ্বোধন এবং নতুন ভবনের ভূমিপূজনও সম্পন্ন হয়।
কলেজটি ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে, যা রাজ্যের একমাত্র সরকারি ডেন্টাল কলেজ। মুখ্যমন্ত্রী বলেন, “বর্তমান সরকার ২০১৮ সালে ক্ষমতায় এসে অল্প সময়ে এই উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহযোগিতায় কলেজটি সাফল্যের পথে এগোচ্ছে।” শুরুতে ৫০টি আসন নিয়ে বিডিএস কোর্স চালু হলেও, বর্তমানে তা ৬৩টিতে বেড়েছে। এটি রাজ্যবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করেছে এবং শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।
স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে জানান, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতি হয়েছে এবং ৮২ শতাংশ মানুষ সরকারি পরিষেবা গ্রহণ করছেন। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষা ডা. শালু রাই স্বাগত বক্তব্য দেন এবং বিভিন্ন বর্ষের সফল ছাত্রছাত্রীদের মুখ্যমন্ত্রী পুরস্কার প্রদান করেন। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।
ভারত সরকারের পিএম-ডিভাইন স্কিমে ২০২ কোটি টাকায় নতুন কলেজ ভবন নির্মিত হবে, যাতে আধুনিক ক্লিনিক, হোস্টেল এবং অডিটোরিয়াম থাকবে। এই উদ্যোগ ত্রিপুরার স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রকে আরও শক্তিশালী করবে, যা রাজ্যের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে।


