নিউজ ডেস্ক || ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মঙ্গলবার “আদি কর্মযোগী অভিযান” উপলক্ষে আয়োজিত একটি কর্মসূচিতে জনজাতি উন্নয়নের জন্য রাজ্য সরকারের নতুন উদ্যোগের কথা ঘোষণা করেছেন। এই উপলক্ষে প্রজ্ঞা ভাবনায় আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, জনজাতি কল্যাণে রাজ্য সরকার ১৪০০ কোটি টাকা ব্যয় করছে, যা শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো এবং আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবহৃত হবে।
মুখ্যমন্ত্রী জানান, জনজাতিদের উন্নয়ন পর্যালোচনার জন্য প্রতিটি জেলা ও মহকুমা পর্যায়ে টিসিএস স্তরের নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের “কমিটেড চেঞ্জ লিডার” প্রকল্পের মাধ্যমে সরকারি প্রকল্পগুলি তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।
বিশ্বের বৃহত্তম জনজাতি কল্যাণ কর্মসূচী হিসেবে পরিচিত “আদি কর্মযোগী অভিযান” তৃণমূল স্তরে প্রশিক্ষিত কর্মীশক্তি তৈরির মাধ্যমে সুশাসনকে আরও শক্তিশালী করবে এবং সরকারি প্রকল্পের সুবিধা প্রত্যেক জনজাতি ব্যক্তির কাছে পৌঁছানো নিশ্চিত করবে। এই কর্মসূচির অংশ হিসেবে, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ডিস্ট্রিক্ট লিডারদের জন্য চার দিনের আবাসিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এছাড়া, ২৩ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে ডিস্ট্রিক্ট প্রসেস ল্যাবগুলির আয়োজন করা হবে।
মুখ্যমন্ত্রী এদিন বিশ্বকর্মা পূজার প্রেক্ষাপটে শ্রমিকদের উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে “বিশ্বকর্মা প্রকল্প” বাস্তবায়নের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, এই উদ্যোগগুলি ত্রিপুরার জনজাতি সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।