নিউজ ডেস্ক || বাসন্তী পূজার বিজয়া দশমীতে আনন্দ আর উচ্ছ্বাসের সঙ্গে মিশেছে বিষণ্ণতার সুর। সকাল থেকেই আগরতলার দুর্গা বাড়ি-সহ বিভিন্ন মন্ডপে মন্ডপে মা দুর্গার বরণের মধ্য দিয়ে শুরু হয়েছে এই দিনের আনুষ্ঠানিকতা। ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ। প্রথা মেনে, সন্ধ্যায় রাষ্ট্রীয় সালামির মাধ্যমে মায়ের প্রতিমা নিরঞ্জনের জন্য প্রস্তুত করা হবে।
দশমী পূজার পর সন্ধ্যা থেকে শুরু হবে প্রতিমা বিসর্জনের আয়োজন। এর আগে ভক্তরা সিঁদুর খেলায় মেতে উঠবেন, হাসিমুখে মাকে বিদায় জানিয়ে আরও একটি বছরের অপেক্ষায় প্রহর গুনবেন। প্রতি বছরের মতো এবারও ভক্তরা মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন।
দুর্গা বাড়ির পুরোহিত জানিয়েছেন, পঞ্জিকা অনুসারে দশমী তিথি শুরু হয়েছে গত ৬ মার্চ, রবিবার রাত ৭টা ২৫ মিনিটে, যা চলবে সোমবার রাত ৮টা ১ মিনিট পর্যন্ত। তবে, রীতি মেনে সোমবার সকাল ৯টা ৩৭ মিনিটের মধ্যে বাসন্তী দেবীর দশমী পূজা ও বিসর্জন সম্পন্ন করা হয়েছে। এদিন দুর্গা বাড়িতে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে মাকে সম্মান জানানো হয়। পুরোহিত আরও জানান, সন্ধ্যায় প্রতিমা ভাসানের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে।
এই দিনে ভক্তদের মনে একদিকে যেমন উৎসবের আমেজ, তেমনি মায়ের বিদায়ের বেদনাও স্পষ্ট। আগামী বছরের প্রতীক্ষায় মা দুর্গার প্রতি ভক্তি ও শ্রদ্ধায় মগ্ন রইলেন সকলে।