নিউজ ডেস্ক || ত্রিপুরায় ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের দাবিতে তিপরা মথার আন্দোলন নিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা মন্তব্য করেছেন যে, জনগণের গণতান্ত্রিক অধিকার রয়েছে আন্দোলন করার, তবে তা যেন ধ্বংসাত্মক রূপ না নেয়। তিনি জরুরি পরিষেবার যানবাহন আটকানোর ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন এবং আন্দোলন প্রত্যাহারের আবেদন জানান।
অন্যদিকে, প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবর্ষে ৩২৪২৩.৪৪ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই বাজেটে স্বাস্থ্য খাতে ১৯৪৮.৬৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং নতুন প্রকল্প ‘মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা’ চালু করা হয়েছে।
ত্রিপুরা সরকার বাজেটে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে সমাজের অন্তিম ব্যক্তিদের কথা মাথায় রেখেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা এবং অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে এই বাজেট পেশ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন বিজেপি নেতারা।
এই বাজেট ত্রিপুরার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।