নিউজ ডেস্ক || আমতলী থানার পুলিশের রুটিন যানবাহন তল্লাশির সময় একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত শব্দবাজির বাজারমূল্য প্রায় দুই লাখ টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।
গতকাল সন্ধ্যায় আমতলী থানার পুলিশ টিআর০১ভি১৫২৫ নম্বরের একটি ট্রাক আটক করে। তল্লাশির সময় ট্রাকটি থেকে ১০ কার্টুন শব্দবাজি উদ্ধার করা হয়, যার মধ্যে মোট ১৫৪৬ প্যাকেট শব্দবাজি ছিল। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এএসআই অপূর্ব চক্রবর্তী জানান, “নিয়মিত তল্লাশি অভিযানের অংশ হিসেবে এই শব্দবাজি উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত শব্দবাজির আনুমানিক মূল্য দুই লাখ টাকার বেশি হবে।”
উদ্ধারকৃত শব্দবাজি সম্পর্কে তদন্ত চলছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


