নিউজ ডেস্ক || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বারাণসীতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পর আয়ুষ্মান ভারত যোজনার সাফল্য তুলে ধরে বলেছেন, এই প্রকল্প দেশের সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য সুরক্ষার একটি বড় গ্যারান্টি। তিনি জানান, আয়ুষ্মান কার্ডের মাধ্যমে সরকার এখন সাধারণ মানুষের চিকিৎসার খরচ বহন করবে, যাতে কাউকে চিকিৎসার জন্য জমি বিক্রি বা ঋণ নিতে না হয়।
প্রধানমন্ত্রী বলেন, “আমি গ্যারান্টি দিয়েছিলাম যে বয়স্কদের চিকিৎসা বিনামূল্যে হবে। এর ফল হলো আয়ুষ্মান ভায়া বন্দনা যোজনা। এই প্রকল্প শুধু চিকিৎসার জন্য নয়, বয়স্কদের সম্মান রক্ষার জন্যও। এখন আর চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরতে হবে না। আয়ুষ্মান কার্ডই এখন আপনার স্বাস্থ্যের সঙ্গী।”
বারাণসীর উন্নয়ন প্রসঙ্গে মোদী বলেন, “আজ যারা কাশী আসেন, তারা এখানকার পরিকাঠামো ও সুবিধার প্রশংসা করেন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ বাবা বিশ্বনাথের দর্শন করেন, মা গঙ্গায় স্নান করেন। প্রত্যেকে বলেন, বারাণসী অনেক বদলে গেছে।” তিনি আরও জানান, তৃতীয়বার জনগণের আশীর্বাদ পেয়ে তাঁর সরকার সেবকের ভূমিকায় নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে।
আয়ুষ্মান ভারত যোজনা দেশের স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জন্য চিকিৎসা এখন আর দুশ্চিন্তার কারণ নয়।