নিউজ ডেস্ক || পূর্ব-মধ্য আরব সাগর এবং উত্তর কর্ণাটক-গোয়া উপকূল সংলগ্ন অঞ্চলে সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে আগামী ১২ ঘণ্টার মধ্যে একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (IMD)। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ডিপ্রেশনে রূপ নিতে পারে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপ উত্তর দিকে সরে গিয়ে আরও শক্তি সঞ্চয় করতে পারে, যা উপকূলীয় এলাকায় প্রভাব ফেলতে পারে।
এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে আবহাওয়া দফতর জানিয়েছে, “কেন্দ্রীয় আরব সাগর এবং উত্তর কর্ণাটক-গোয়া উপকূলবর্তী অঞ্চলে সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ১২ ঘণ্টার মধ্যে ওই এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।”
এদিকে, ওড়িশার ১৩টি জেলার জন্য ‘ইয়েলো ওয়ার্নিং’ জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এই জেলাগুলি হলো—ময়ূরভঞ্জ, কেনঝার, দেবগড়, সুন্দরগড়, ঝাড়সুগুড়া, সংবলপুর, বরগড়, কালাহাণ্ডি, গজপতি, গঞ্জাম, রায়গড়া, কোরাপুট এবং মালকানগিরি। এইসব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বিভাগ স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে। উপকূলীয় এলাকার জেলেদেরও সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দফতর এবং পরবর্তী আপডেট শীঘ্রই প্রকাশ করা হবে।