নিউজ ডেস্ক || আশারামবাড়ির রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার তিপ্রা মথা সমর্থকদের মুক্তির দাবিতে খোয়াইয়ের চাম্পাহাওর থানা ঘেরাও করে তীব্র বিক্ষোভ দেখিয়েছেন তিপ্রা মথা দলের কর্মী-সমর্থকরা। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে থানা চত্বর মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এবং বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানার মূল ফটক বন্ধ করে দেওয়া হয় এবং বিক্ষোভকারীদের বাইরে আটকে রাখা হয়। ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
উল্লেখ্য, গত রবিবার আশারামবাড়ির পূর্ব তকছাইয়া এডিসি ভিলেজের ৩০ নম্বর বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনার সময় তিপ্রা মথা সমর্থকদের একাংশ হামলা চালায় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, প্রায় ৩০-৩৫ জন দুষ্কৃতী অনুষ্ঠানে প্রবেশ করে তাণ্ডব চালায়, যাতে ৭ জন বিজেপি কর্মী আহত হন এবং গাড়ি ভাংচুর করা হয়। এই ঘটনায় বিজেপির তরফে ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্তের পর তিনজন তিপ্রা মথা কর্মীকে গ্রেপ্তার করে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার তিপ্রা মথা সমর্থকরা চাম্পাহাওর থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের জেরে থানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়ন রয়েছে, এবং ঘটনার তদন্ত চলছে।