নিউজ ডেস্ক || আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। বৃহস্পতিবার সকালে লন্ডনগামী এই বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই দুর্ঘটনার শিকার হয়। বিমানটিতে ২৪২ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন।
মুখ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, “আহমেদাবাদ বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার খবর অত্যন্ত দুঃখজনক এবং হৃদয়বিদারক। মা ত্রিপুরা সুন্দরী এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে শক্তি ও ধৈর্য দান করুক।”
এই দুর্ঘটনার বিস্তারিত কারণ এখনও জানা যায়নি। তবে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।