নিউজ ডেস্ক || ইছাইলালছড়ার চাঞ্চল্যকর ডাকাতি কাণ্ডে জড়িত ডাকাত দলের আরও পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে কদমতলা থানার পুলিশ। এই অভিযানে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় বন্দুক, নয়টি কার্তুজ, সাতটি মোবাইল ফোন, স্বর্ণালংকার এবং ডাকাতির কাজে ব্যবহৃত দরজা-জানলা ভাঙার বিভিন্ন সরঞ্জাম। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানিয়েছেন উত্তর জেলা পুলিশ সুপার অবিনাশ রাই।
তিনি জানান, গত ২৬ জুলাই ইছাইলালছড়া এলাকায় ঘটে যাওয়া দুসাহসিক ডাকাতির ঘটনার তদন্তে নেমে পুলিশ গতকাল তিনজনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এই ডাকাতিতে আরও পাঁচজন জড়িত ছিল। এই তথ্যের ভিত্তিতে কদমতলা থানার পুলিশ আজ অভিযান চালিয়ে পাখি মিয়া, আব্দুল কেইস, রোশন আলী, রহিম আলী এবং আলালউদ্দিন নামে পাঁচজনকে গ্রেফতার করে।
পুলিশ সুপার জানান, আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত সামগ্রী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে ডাকাতির সময় লুট হওয়া বাকি জিনিসপত্রও উদ্ধারের চেষ্টা চলছে। এই সাফল্যে এলাকায় আইনশৃঙ্খলার উন্নতি ও স্থানীয়দের মধ্যে নিরাপত্তার ভরসা ফিরিয়ে আনার প্রত্যাশা করছে পুলিশ।