নিউজ ডেস্ক || ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আদিবাসী কমিটির চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া সোমবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি সরকারের বিরুদ্ধে রাজন্য আমলের স্মৃতি ধ্বংসের অভিযোগ তুলেছেন। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার পুরাতন রাজভবনকে পাঁচতারা হোটেলে রূপান্তরের মাধ্যমে ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে। এছাড়াও, তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণের বিভিন্ন ইস্যুতে আন্দোলন শুরু করে মাঝপথে চুপ হয়ে যাওয়ার বিষয়ে তিনি তীব্র সমালোচনা করেন।
শব্দকুমার জমাতিয়া জানান, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আদিবাসী কমিটি জনজাতিদের বিভিন্ন দাবি নিয়ে মুখ্য সচিবের কাছে চিঠি প্রেরণ করেছিল। সাংবাদিক সম্মেলনে তিনি এই চিঠির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, “পুরাতন রাজভবনকে তাজ হোটেল সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত ইতিহাস মুছে ফেলার প্রচেষ্টা। ইতিহাস মুছে উন্নয়ন কখনো সম্ভব নয়।”
তিনি আরও প্রশ্ন তুলেছেন, তিপরা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর কেন সিএএ, পুষ্পবন্ত প্যালেস, বা বাংলাদেশি বিতরণের মতো ইস্যুতে আন্দোলন শুরু করে মাঝপথে সরে যান। এ বিষয়ে তিনি প্রদ্যোতকে চিঠি দিয়েছেন বলেও জানান।
জমাতিয়া বলেন, “তিপরা মথা পুরাতন রাজভবন নিয়ে আন্দোলন করেছিল, কিন্তু রাজ্য সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর এই ইস্যুতে আর কোনো আন্দোলন দেখা যায়নি।” তিনি প্রদ্যোত কিশোরের এই নীরবতার কারণ জানতে চেয়ে তাঁকে আরও একটি চিঠি প্রেরণ করেছেন বলে জানান।
এই সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার ইতিহাস ও সংস্কৃতি রক্ষার দাবি জোরালোভাবে তুলে ধরা হয়। বিজেপি সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক স্থানগুলোর অখণ্ডতা নষ্ট করার অভিযোগে কংগ্রেসের এই তীব্র প্রতিবাদ রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।