নিউজ ডেস্ক || উত্তর-পূর্ব ভারতের বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়ার পৌরোহিত্যে মুম্বাইতে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানি, আদিত্য বিড়লা গোষ্ঠীর কুমার মঙ্গলম বিড়লা এবং টাটা সন্সের এন চন্দ্রশেখরণের মতো শিল্পজগতের প্রমুখ ব্যক্তিত্বরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। আগামী ২৩ ও ২৪ মে দিল্লিতে অনুষ্ঠিতব্য ‘রাইসিং নর্থ-ইস্ট শীর্ষ সম্মেলন ২০২৫’-এর প্রস্তুতি হিসেবে এই বৈঠক বিশেষ তাৎপর্য বহন করে।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সিন্ধিয়া উত্তর-পূর্বাঞ্চলকে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার জন্য ভারত সরকারের কৌশলগত দৃষ্টিভঙ্গির উপর জোর দেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হল অষ্টম রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।” এই লক্ষ্যে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন বিষয়ক মন্ত্রক আটটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে। পাশাপাশি, প্রতিটি রাজ্যে বিনিয়োগ প্রচার সংস্থা স্থাপন করা হয়েছে।
বৈঠকে কৃষি-ভিত্তিক শিল্প, বস্ত্র এবং পর্যটন খাতে উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মন্ত্রী জানান, আগামী ‘রাইসিং নর্থ-ইস্ট শীর্ষ সম্মেলন ২০২৫’ বিনিয়োগকারীদের আকর্ষণ করবে এবং নীতি-নির্ধারকদের এই অঞ্চলের অর্থনৈতিক সুবিধা সম্পর্কে অবহিত করবে। দিল্লির ভারত মণ্ডপমে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
এই উদ্যোগের মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি ও বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।