নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর হাতে উদ্বোধন হতে চলেছে ‘রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টরস সামিট‘
নিউজ ডেস্ক || উত্তর-পূর্ব ভারতকে বিনিয়োগের স্বর্ণভূমি হিসেবে তুলে ধরতে এবং দেশী-বিদেশী বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও স্টেকহোল্ডারদের এক মঞ্চে নিয়ে আসতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৩ মে সকাল ১০:৩০ নাগাদ নয়াদিল্লির ভারত মণ্ডপমে ‘রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টরস সামিট’-এর উদ্বোধন করবেন।
২৩-২৪ মে দুই দিনব্যাপী এই সম্মেলনটি কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এবং উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য সরকারগুলির সক্রিয় সমর্থনে আয়োজিত বিভিন্ন প্রাক-সম্মেলন কার্যক্রমের পরিণতি। এর মধ্যে রয়েছে রোডশো, রাজ্যগুলির গোলটেবিল বৈঠক, রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সংগঠনের সঙ্গে বৈঠক। এই সম্মেলনে মন্ত্রী পর্যায়ের আলোচনা, ব্যবসা থেকে সরকার (B2G), ব্যবসা থেকে ব্যবসা (B2B) বৈঠক, স্টার্টআপ প্রদর্শনী এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিনিয়োগ প্রচারমূলক নীতি ও উদ্যোগের প্রদর্শনী অন্তর্ভুক্ত থাকবে।
বিনিয়োগ প্রচারের প্রধান ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে পর্যটন ও আতিথেয়তা, কৃষি-খাদ্য প্রক্রিয়াকরণ ও সংশ্লিষ্ট ক্ষেত্র, বস্ত্র, হস্তশিল্প ও কারুশিল্প, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি-সক্ষম পরিষেবা, অবকাঠামো ও লজিস্টিকস, শক্তি, এবং বিনোদন ও ক্রীড়া।
এই সম্মেলন উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরার পাশাপাশি এই অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধির পথে একটি নতুন মাইলফলক স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।