মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার উপস্থিতিতে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তি উৎসব, শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকারের নতুন উদ্যোগের প্রতিশ্রুতি
নিউজ ডেস্ক || ত্রিপুরার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় শুক্রবার ধুমধাম করে উদযাপন করেছে তার প্রতিষ্ঠার প্লাটিনাম জয়ন্তী। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা জানান, সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলিতে শূন্যপদ পূরণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, “উপযুক্ত নেতৃত্ব থাকলে যেকোনো বড় কাজ সম্ভব। স্বর্গীয় রমেশ চন্দ্র দত্ত এবং তাঁর পরিবার এটি প্রমাণ করেছেন।”
রাজ্যের ছাত্র-ছাত্রীদের বহির্রাজ্য ও সর্বভারতীয় পরীক্ষায় সাফল্য লাভের লক্ষ্যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকে অন্যান্য বোর্ডের কারিকুলাম অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
দেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি (এনইপি) বাস্তবায়নে রাজ্য সরকারও তৎপর। নতুন ভবন নির্মাণ, স্মার্ট ক্লাসরুম সহ আধুনিক পরিকাঠামো গড়ে তোলার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিনের অনুষ্ঠানে উল্লেখ করেন ডা. সাহা।
উল্লেখ্য, ১৯৫১ সালে স্বর্গীয় রমেশ চন্দ্র দত্ত বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল হিসেবে এই প্রতিষ্ঠান গড়ে তোলেন। পরবর্তীকালে এটি সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ের মর্যাদা লাভ করে। বর্তমানে এই স্কুল ত্রিপুরার অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


