নিউজ ডেস্ক || উদয়পুরের ফুলকুমারী এলাকার দূর্গাবাড়ি বনদুয়ারে অবস্থিত ৩ নম্বর ন্যায্য মূল্যের দোকানে চোরের দল হানা দিয়ে প্রায় ২২ বস্তা চাল সহ বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, যা শুক্রবার সকালে প্রকাশ্যে আসে।
দোকানের ডিলার পরিমল শীল জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার গ্রাহকদের জিনিসপত্র বিতরণ করে তিনি বাড়ি ফিরে যান। শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি দোকানে এসে দেখেন দোকানের তালা ভেঙে চোরেরা প্রায় ২২ বস্তা চাল ও অন্যান্য সামগ্রী নিয়ে পালিয়েছে।
ঘটনার খবর পেয়ে গোমতী জেলার সহকারী সভাধিপতি সুজন সেন ঘটনাস্থলে ছুটে আসেন। রাধাকিশোরপুর থানার পুলিশকে জানানো হলেও, দীর্ঘ সময় ধরে পুলিশের না আসায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
উদয়পুরে ইতিমধ্যে চুরি ও অসামাজিক কার্যকলাপ বৃদ্ধির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলছেন। এলাকাবাসীর দাবি, রাত্রিকালীন পুলিশি টহল জোরদার করা হোক, যাতে এ ধরনের ঘটনা রোধ করা সম্ভব হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং চোরদের ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে, স্থানীয়দের মতে, পুলিশের তৎপরতা আরও বাড়ানো জরুরি।


