নিউজ ডেস্ক || আগামী ২০৪৭ সালের মধ্যে ত্রিপুরাকে একটি স্বয়ংসম্পূর্ণ ও উন্নত রাজ্যে রূপান্তরিত করার লক্ষ্যে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার হাত ধরে প্রকাশিত হলো ‘বিকশিত ত্রিপুরা-২০৪৭’ ভিশন ডকুমেন্ট। এই ভিশন ডকুমেন্টে রাজ্যের অর্থনীতি মজবুতকরণ, মাথাপিছু আয় বৃদ্ধি, জিডিপি বৃদ্ধি, ১০০% পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার, ১০০% সাক্ষরতা, নারী ক্ষমতায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির মতো একাধিক ক্ষেত্রে সুনির্দিষ্ট রোডম্যাপ উপস্থাপন করা হয়েছে।
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত ২০৪৭’ ভিশনের আলোকে ত্রিপুরাকে ১২৪ মিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “এই লক্ষ্য অর্জনে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্ব পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উদ্দেশ্য হলো একটি নিরাপদ, সমৃদ্ধ এবং সুস্বাস্থ্য সম্মত ভবিষ্যৎ গড়ে তোলা, যেখানে সাধারণ মানুষের অন্তর্ভুক্তি নিশ্চিত হবে।”
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, কৃষি, পর্যটন এবং আইটি ক্ষেত্রে রাজ্যের উল্লেখযোগ্য সাফল্যের কথা তুলে ধরেন। তিনি জানান, বর্তমান সরকারের আমলে ডাই-ইন-হারনেস সহ মোট ১৯,৭৪২টি সরকারি চাকরি প্রদান করা হয়েছে। এছাড়াও, নারী ক্ষমতায়নে বিশেষ জোর দেওয়া হচ্ছে, যা রাজ্যের সামগ্রিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দিক।অনুষ্ঠানে অর্থ, প্ল্যানিং ও কো-অর্ডিনেশন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় এবং নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর রাজীব কুমার সেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। এছাড়াও মন্ত্রীসভার অন্যান্য সদস্যরা এই উপলক্ষে উপস্থিত ছিলেন।