নিউজ ডেস্ক || ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ (জিএমপি) মন্ত্রী রতন লাল নাথকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডির কাছে চিঠি দিয়েছে।
জিএমপির দাবি, গত ২৪ মার্চ বিধানসভায় বিরোধী দলনেতা এক দুর্নীতির মামলা নিয়ে আলোচনা করছিলেন, যেখানে শাসক দলের এক মন্ত্রীর পরিবারের নাম উঠে আসে। এই প্রসঙ্গে মন্ত্রী রতন লাল নাথ জাতি ও জাতিগত নিগ্রহের প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতাকে হুমকি দেন ও কটাক্ষ করেন। জিএমপির মতে, এই ঘটনায় ত্রিপুরার আদিবাসীরা অপমানিত বোধ করছেন এবং এটি গণতন্ত্রের পরিপন্থী।
পরিষদের তরফে জানানো হয়েছে, ত্রিপুরা বিধানসভার ইতিহাসে আগে কখনও এ ধরনের জাতিগত উত্তেজনা সৃষ্টি হয়নি। রতন লাল নাথের আচরণ বিধানসভার মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ করে সংগঠনটি অবিলম্বে তাঁকে মন্ত্রিসভা থেকে সরানোর আহ্বান জানিয়েছে।