নিউজ ডেস্ক || ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা মঙ্গলবার ঊনকোটি জেলায় এক বিশাল উন্নয়ন পর্বের সূচনা করলেন। মোট ৩৬টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা।
কৈলাশহরের চন্ডিপুরে আয়োজিত মূল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, ধর্মনগর থেকে কৈলাশহরে রেল পরিষেবা শীঘ্রই চালু হবে। পাশাপাশি, কমলপুর-আমবাসা-গন্ডাছড়া-শান্তিরবাজার মহাসড়কের নির্মাণকাজ নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার আলোচনা হয়েছে বলে জানান তিনি।
উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো উনকোটি জেলাশাসকের নতুন ভবন, কৈলাশহর মহকুমা শাসক কার্যালয়, জেলা পরিবহন অফিস, ভেটেরিনারি জেলা হাসপাতাল, নতুন ডি-অ্যাডিকশন হাসপাতাল, সমাজকল্যাণ দপ্তরের ডি আই এস ই কার্যালয়, নার্স প্রশিক্ষণ কেন্দ্র, তিনটি স্কুল ভবন ও দুটি পানীয়জল প্রকল্প। এছাড়া, স্থানীয় ব্যবসায়ীদের জন্য একটি নতুন বাজার শেডেরও ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
ডঃ মানিক সাহা এদিন বলেন, “খুন-সন্ত্রাসের রাজনীতি বন্ধ করে সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের মাধ্যমেই বিজেপি সরকারের দ্বিতীয় মেয়াদ সম্পন্ন হয়েছে। উন্নয়নই আমাদের অগ্রাধিকার।”
এই প্রকল্পগুলোর বাস্তবায়নের মাধ্যমে ত্রিপুরার উত্তরাঞ্চলে এক নতুন উন্নয়ন পর্বের সূচনা হলো বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।