নিউজ ডেস্ক || শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষার লক্ষ্যে অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-র ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সোমবার আগরতলা প্রেসক্লাবে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। এতে ছাত্ররা সরকারী শিক্ষা ব্যবস্থা রক্ষার দাবিতে মিছিল করে এবং ১০ হাজার গণসাক্ষরযুক্ত স্মারকলিপি প্রদান করে।
এআইডিএসও দীর্ঘদিন ধরে শিক্ষা অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে আসছে। এদিন সিটি সেন্টার থেকে শুরু হওয়া মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্রেসক্লাবে সমাবেশে মিলিত হয়। সমাবেশে ছাত্র নেতারা বর্তমান শিক্ষা নীতির সমালোচনা করে বলেন, “সরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে হবে, না হলে সাধারণ ছাত্রদের ভবিষ্যৎ বিপন্ন হবে।”
এই ঘটনা ত্রিপুরায় শিক্ষা আন্দোলনকে নতুন গতি দেয়, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষা বাজেট কমানো নিয়ে বিতর্ক চলছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে উদ্দেশ্য করে প্রদত্ত স্মারকলিপিটি ১০ হাজার লোকের সমর্থন পেয়েছে, যা আন্দোলনের জনপ্রিয়তা দেখায়।
আগামী দিনে এআইডিএসও আরও বৃহত্তর কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করছে। এই ঘটনা রাজ্যের শিক্ষা নীতিতে পরিবর্তন আনতে পারে, যা সামগ্রিকভাবে যুব সমাজের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ।


