নিউজ ডেস্ক || এক দেশ, এক নির্বাচন পদ্ধতিকে সময়ের দাবি হিসেবে ব্যাখ্যা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বুধবার রবীন্দ্র ভবনে আয়োজিত এক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই ব্যবস্থা কার্যকর হলে নির্বাচনী ব্যয় কমবে, সরকারের স্থায়িত্ব বাড়বে এবং ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে।
মুখ্যমন্ত্রীর মতে, একমাত্র একযোগে নির্বাচনই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে সুসংহত করতে পারে। পাশাপাশি, তিনি দাবি করেন যে এতে আইনশৃঙ্খলার উন্নয়ন ঘটবে এবং সুস্থ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে।
অন্যদিকে, বিরোধী দলগুলি এক দেশ, এক নির্বাচনের বিরুদ্ধে সরব। তাদের মতে, এই ব্যবস্থা গণতন্ত্রের পরিপন্থী এবং সংবিধানকেই প্রশ্নের মুখে ফেলবে। বিরোধী INDIA জোটের বেশ কয়েকটি দল অভিযোগ করছে, এই সিদ্ধান্ত দেশকে একনায়কতন্ত্রের দিকে ঠেলে দেবে।
এখন এই বিতর্কিত প্রস্তাব খতিয়ে দেখছে সংসদীয় কমিটি। কেন্দ্রীয় সরকার এবং বিজেপি নেতৃত্বাধীন শাসক গোষ্ঠীর দাবি, যদি এই বিল আইনে পরিণত হয়, তাহলে দেশের উন্নয়নে নির্বাচনী ব্যয়ের টাকা ব্যবহার করা যাবে। তবে এই প্রস্তাবের ভবিষ্যৎ কী, তা সময়ই বলবে।