নিউজ ডেস্ক || সদর শহর জেলার উদ্যোগে ‘এক পেড় মাকে নাম’ কর্মসূচির অংশ হিসেবে আজ আগরতলা পুর নিগমের ৩৫ নং ওয়ার্ডে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলার মেয়র তথা স্থানীয় বিধায়ক দীপক মজুমদার সহ জেলা ও পুর নিগমের অন্যান্য কর্মকর্তারা।
মেয়র দীপক মজুমদার জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে ত্রিপুরা রাজ্যজুড়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি গৃহীত হয়েছে। আগরতলার ৭ নং রামনগর মন্ডলের অন্তর্গত ৩৫ নং ওয়ার্ডে আজ এই উদ্যোগের অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়। তিনি আরও বলেন, রাজ্যের প্রতিটি ওয়ার্ড ও জেলা মহকুমায় এই কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে কাজ চলবে।
এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী স্থানীয় প্রশাসন। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারাও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন এবং পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।