বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী মোদীর বৃক্ষরোপণ অভিযান, অরাবল্লি গ্রীন ওয়াল প্রকল্পে নতুন উদ্যোগ
নিউজ ডেস্ক ।। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির ভগবান মহাবীর বনস্থলী পার্কে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে ‘এক পেড মা কে নাম’ অভিযানকে আরও শক্তিশালী করেছেন। এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে, যার লক্ষ্য ভারতের প্রাচীন অরাবল্লি পর্বতশ্রেণির পুনরুদ্ধার ও সবুজায়ন।
প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে ‘অরাবল্লি গ্রীন ওয়াল প্রকল্প’-এর গুরুত্ব তুলে ধরেন, যা গুজরাট, রাজস্থান, হরিয়ানা ও দিল্লি জুড়ে বিস্তৃত এই পর্বতশ্রেণির পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি বলেন, “অরাবল্লি অঞ্চলে জল সংরক্ষণ, ধুলোর ঝড় প্রতিরোধ এবং থার মরুভূমির বিস্তার রোধে আমরা কাজ করে যাচ্ছি। শহর ও আধা-শহর এলাকায় স্থানাভাবের সমস্যা মোকাবিলায় নতুন রোপণ প্রযুক্তি গ্রহণ করা হবে।”
বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে ‘মেরি লাইফ’ পোর্টালে জিও-ট্যাগিংয়ের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী দেশের যুবসমাজকে এই পরিবেশ রক্ষার অভিযানে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এক্স-এ একটি থ্রেডে প্রধানমন্ত্রী লিখেছেন, “আজ #WorldEnvironmentDay-তে আমরা #EkPedMaaKeNaam অভিযানকে আরও এগিয়ে নিয়ে গেলাম। অরাবল্লি গ্রীন ওয়াল প্রকল্পের অংশ হিসেবে আমি ভগবান মহাবীর বনস্থলী পার্কে একটি চারা রোপণ করেছি। আমাদের যুবসমাজকে এগিয়ে এসে পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করার আহ্বান জানাই।”
পরিবেশবিদরা এই উদ্যোগকে শুধু একটি প্রতীকী পদক্ষেপ নয়, বরং ভারতের পরিবেশগত পুনর্জাগরণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করছেন। এই অভিযানের মাধ্যমে দেশের সবুজ ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি আরও দৃঢ় হল।