নিউজ ডেস্ক || রবিবার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারের উন্নয়ন নিয়ে তার মতামত প্রকাশ করেন। তিনি বলেন, এনডিএ সরকারের অধীনে বিহার উন্নয়নের নতুন অধ্যায় শুরু করেছে। লালু-রাবড়ি সরকারের শাসনকালকে “জঙ্গলরাজ” হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, সেই সময় বিহারের পতন ঘটেছিল। কিন্তু এনডিএ ক্ষমতায় আসার পর বিহার উন্নয়নের পথে এগিয়েছে।
অমিত শাহ আরও বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দরিদ্রদের জন্য ঘর, শৌচাগার, জল, ওষুধ এবং রেশন নিশ্চিত করা হয়েছে। বিহার এখন লিচু, মাশরুম এবং মাখনা উৎপাদনে দেশের শীর্ষে রয়েছে। এছাড়া ভুট্টা, মসুর ডাল, মধু, মুগ, আখ, গম এবং ধানের উৎপাদনেও বিহার উল্লেখযোগ্য স্থান অর্জন করেছে।
তিনি আরও বলেন, বিহারের জমি ও মানুষ উর্বর এবং প্রচুর জলসম্পদ রয়েছে। সমবায় ক্ষেত্রেও বিহার সবচেয়ে বেশি সুবিধাভোগী হবে। লালু যাদবের শাসনকালে ধ্বংস হয়ে যাওয়া সমবায় ব্যবস্থা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন তিনি।
এই বক্তব্যের মাধ্যমে অমিত শাহ বিহারের জনগণকে এনডিএ সরকারকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।