নিউজ ডেস্ক || এসআইআর (স্পেশাল ইলেক্টোরাল রিভিশন) বাতিল সহ চার দফা দাবিতে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে তিন ঘণ্টার গণঅবস্থান কর্মসূচি পালন করেছে সিপিআই(এমএল)। দলটি হুঁশিয়ারি দিয়েছে, তাদের দাবি অতিসত্বর পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে শামিল হবে তারা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআই(এমএল)-এর এক নেতা বলেন, “এসআইআর-এর নামে বিজেপি সরকার প্রজাতন্ত্রের উপর আক্রমণ চালাচ্ছে। ভোটার তালিকা সংশোধনের আড়ালে নির্বাচন কমিশন ভোট চুরির চক্রান্ত করছে।” তিনি উল্লেখ করেন, গত ৭ আগস্ট বিরোধী দলনেতা রাহুল গান্ধী এ বিষয়ে বিস্তারিত তথ্য জনসমক্ষে তুলে ধরেছেন। তিনি আরও বলেন, “মহারাষ্ট্রে ভোট চুরির ঘটনা ঘটলেও বিহারে সরাসরি ভোট ডাকাতি চলছে। এসআইআর-এর প্রথম তালিকায় প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাতিল করা হয়েছে, যা সম্পূর্ণ প্রজাতন্ত্রবিরোধী।” তাই অবিলম্বে এসআইআর বাতিলের দাবি জানান তিনি।
এছাড়াও, তিনি স্মার্ট মিটার বসানো এবং বিদ্যুৎ বিলে অযৌক্তিক বৃদ্ধির তীব্র নিন্দা করেন। তিনি বলেন, “স্মার্ট মিটার জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করেছে। সারাদেশে এর বিরুদ্ধে জনগণ প্রতিবাদে শামিল হচ্ছে। পশ্চিমবঙ্গে বিজেপি নেতারা স্মার্ট মিটারের নামে তৃণমূল সরকারকে আক্রমণ করলেও, বিজেপি শাসিত রাজ্যগুলোতে এটি বসানোর মাধ্যমে মানুষের হয়রানি চরমে উঠেছে।” তিনি অবিলম্বে স্মার্ট মিটার বাতিলের দাবিও জানান।
সিপিআই(এমএল) তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখ করেছে—এসআইআর বাতিল, স্মার্ট মিটার প্রত্যাহার, বিদ্যুৎ বিলে অযৌক্তিক বৃদ্ধি বন্ধ এবং জনগণের সুবিধার জন্য ন্যায্য নীতি প্রণয়ন। দলটি স্পষ্ট জানিয়েছে, এই দাবিগুলো পূরণ না হলে তারা আরও বড় আন্দোলনের পথে হাঁটবে।