নিউজ ডেস্ক || আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ, ৭ জুলাই ২০২৫, বি-ডিভিশন লীগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে শান্তিপাড়া ঐকতান যুব সংস্থা অপরাজিত চ্যাম্পিয়নের শিরোপা জয় করেছে, এবং বীরেন্দ্র ক্লাব রানার্সআপ হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সাহা সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন, “বর্তমান সরকার প্রথম থেকেই রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। খেলাধুলার প্রতি যুব সমাজের আগ্রহ বৃদ্ধি এই প্রচেষ্টারই ফল। যুবকরা যত বেশি খেলাধুলার সাথে যুক্ত থাকবে, ততই তাদের নেশার মতো সামাজিক অভিশাপ থেকে দূরে রাখা সম্ভব হবে। এটিই ‘এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা’ গঠনের পথকে সুগম করবে।”
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের হাতে ট্রফি এবং নগদ অর্থের চেক তুলে দেন। আজকের ফাইনাল ম্যাচে বীরেন্দ্র ক্লাব ও নবোদয় সংঘের মধ্যে খেলাটি গোলশূন্য ড্র-তে শেষ হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্ট আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, সহ-সভাপতি রূপক সাহা প্রমুখ। মুখ্যমন্ত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দলের প্রশংসা করে বলেন, “আমি আশা করি, আগামী দিনে এই দলগুলো আরও উন্নত ফলাফল অর্জন করবে এবং রাজ্যের ক্রীড়া জগতে নতুন মাইলফলক স্থাপন করবে।”