নিউজ ডেস্ক || আজ সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে আঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও ম্যানুয়েল গঞ্জালভেস লরেন্সো-কে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর অভ্যর্থনা জানান। ৩৮ বছর পর আঙ্গোলার কোনও রাষ্ট্রপতির প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে এই সফরকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন রাষ্ট্রপতি লরেন্সো। তিনি বলেন, “এটি আঙ্গোলার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং ভারত-আঙ্গোলা বন্ধুত্বের সম্পর্ক দৃঢ় করার একটি সুযোগ।” তিনি ভারতের জনগণের আতিথেয়তারও ভূয়সী প্রশংসা করেন।
রাষ্ট্রপতি লরেন্সো রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। বৈঠকের পর বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
আঙ্গোলার রাষ্ট্রপতি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ভারতে এসেছেন, যার মধ্যে রয়েছেন মন্ত্রিসভার সদস্য, শীর্ষ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী এবং মিডিয়া প্রতিনিধিরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর সঙ্গে ব্যক্তিগত বৈঠক করবেন এবং তাঁর সম্মানে একটি রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন। এছাড়া, বিদেশমন্ত্রী ডঃ এস. জয়শঙ্কর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাও রাষ্ট্রপতি লরেন্সোর সঙ্গে সাক্ষাৎ করবেন।
এই সফর ভারত ও আঙ্গোলার কূটনৈতিক সম্পর্কের ৪০তম বার্ষিকীর সঙ্গে মিলে গেছে। আগামীকাল রাষ্ট্রপতি লরেন্সো নয়াদিল্লিতে একটি ব্যবসায়িক সম্মেলনে অংশ নেবেন, যার উদ্দেশ্য দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা।
উল্লেখযোগ্যভাবে, ২০২৩-২৪ সালে ভারত-আঙ্গোলার দ্বিপাক্ষিক বাণিজ্য ৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। প্রতিরক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং উন্নয়ন সহযোগিতার মতো খাতেও দুই দেশের সম্পর্ক ক্রমশ দৃঢ় হচ্ছে। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক মঞ্চেও দুই দেশ একে অপরকে সমর্থন করে চলেছে।
এই সফর ভারত ও আঙ্গোলার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে।