নিউজ ডেস্ক || আগামী ৩ জুলাই থেকে ত্রিপুরার খয়েরপুর চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গনে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। এই সাত দিনব্যাপী মেলা চলবে ৯ জুলাই পর্যন্ত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা আগামী ৩ জুলাই সকাল ১১টায় এই মেলার উদ্বোধন করবেন।
মেলার প্রস্তুতি হিসেবে রবিবার (১৫ জুন) থেকে লটারির মাধ্যমে কুপন বিতরণ প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২৪ জুন পর্যন্ত। মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী জানিয়েছেন, সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুপন বিতরণ করা হবে।
মেলায় নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চেয়ারম্যান রতন চক্রবর্তী জানান, মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১,০০০ ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) জওয়ান, ১৫০ জন স্কাউট ও গাইড মোতায়েন থাকবেন। এছাড়াও, সিসি ক্যামেরা এবং নাকা পয়েন্টের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
খার্চি পূজা ও মেলা ত্রিপুরার সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই উৎসবকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।