নিউজ ডেস্ক || ওড়িশার কটক জেলার নেড়গুন্ডি রেলওয়ে স্টেশনের কাছে রবিবার বেঙ্গালুরু-কামাখ্যা এসি সুপারফাস্ট এক্সপ্রেসের ১১টি শীততাপ নিয়ন্ত্রিত কোচ লাইনচ্যুত হওয়ায় অসমের সাথে সংযোগকারী ব্যস্ত রুটে পরিষেবা ব্যাহত হয়েছে। দুর্ঘটনার পরপরই অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা প্রভাবিত ও ক্ষতিগ্রস্তদের সর্বতোপ্রকার সহায়তার আশ্বাস দিয়েছেন।
মুখ্যমন্ত্রী তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডলে জানান, “ওড়িশায় ১২৫৫১ নম্বর কামাখ্যা এক্সপ্রেসের দুর্ঘটনা সম্পর্কে আমি অবগত। ওড়িশা সরকার এবং রেলওয়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর দফতর যোগাযোগ রাখছে। আমরা ক্ষতিগ্রস্ত প্রতিটি ব্যক্তির সাথে যোগাযোগ করব। যে কোনও সমস্যা মোকাবিলায় আমি তাঁদের পাশে থাকব। রেলওয়ে কর্মকর্তারা নিশ্চিত করেছেন, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।”
পরবর্তীতে মুখ্যমন্ত্রী জানান, দুর্ঘটনায় অসমের দুই যাত্রী, ওদালগুড়ির উইলসন দিঘাল এবং বাকসার আমিরন নিসা আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে এবং তাঁরা বিপণ্মুক্ত।
পূর্ব উপকূল রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক অশোক কুমার মিশ্র জানিয়েছেন, “এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে, ১১টি এসি কোচ লাইনচ্যুত হয়েছে। কেউ আহত হননি। সমস্ত যাত্রী নিরাপদে আছেন।” রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্তের জন্য ক্ষতিগ্রস্ত ট্রেনগুলিকে অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ হেল্পলাইন নম্বর জারি করেছে:
– গুয়াহাটি: ০৩৬১-২৭৩১৬২১, ০৩৬১-২৭৩১৬২২, ০৩৬১-২৭৩১৬২৩
– কামাখ্যা: ৯৯৫৭২৪৭৯৫৩
– রঙিয়া: ৯৮৫৪৪১৯০৬৪, ৯৯৫৭৫৫৪৯৭৯
– নিউ বঙাইগাঁও: ৯৯৫৭৫৫৪৯৫৭, ৯৯৫৭৫৫৪৯৬৪
– নিউ কোচবিহার: ৭৬০৫০৩৬১৫৫
– কিষাণগঞ্জ: ৬৪৫৬২২৬৭৯৪
– বারসোই: ৬৪৫১২২০৮৮৬
রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত পরিষেবা স্বাভাবিক করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও বড়সড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।