নিউজ ডেস্ক || ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) ওড়িশার ২০টি জেলায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের প্রেক্ষিতে হলুদ সতর্কতা জারি করেছে। আগামী চারদিন বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সতর্কতা জারি করা জেলাগুলি হল: সুন্দরগড়, ঝাড়সুগুডা, বারগড়, দেওগড়, অঙ্গুল, ধেনকানাল, কেন্দুজহার, বালাসোর, ভদ্রক, জাজপুর, কেন্দ্রাপাড়া, কটক, জগৎসিংহপুর, পুরী, খোরদা, নায়াগড়, গঞ্জাম, গজপতি, ময়ূরভঞ্জ ও সম্বলপুর।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, পূর্বে ওড়িশার ওপর সক্রিয় থাকা একটি নিম্নচাপ বর্তমানে দুর্বল হয়ে উত্তর ছত্তিশগড় ও সংলগ্ন অঞ্চলে সরে গেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের ১৮টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের অধিকর্ত্রী মনোরমা মহান্তি জানিয়েছেন, এই সময়ে স্বাভাবিকের তুলনায় ১৪৯% বেশি বৃষ্টিপাত হয়েছে। একটি স্থানে অতি ভারী বৃষ্টিপাত, ১০টি স্থানে অতি ভারী বৃষ্টি এবং ২৮টি স্থানে ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমতে পারে, তবে বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা থাকবে। জনসাধারণকে বাইরে না বেরোনোর এবং বিশেষ করে বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জলাবদ্ধতা, গাছপালা পড়ে যাওয়া এবং বিদ্যুৎ চমকানোর মতো ঝুঁকিও থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।
জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং আবহাওয়ার আপডেট মেনে চলার অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।