নিউজ ডেস্ক || রাজধানীর সুপারি বাগানস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে শনিবার জনজাতি মোর্চা, ত্রিপুরা প্রদেশের উদ্যোগে অনুষ্ঠিত হল ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযান কর্মসূচি। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। মঞ্চ থেকে তিনি বিরোধীদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।
রাজীব ভট্টাচার্য অভিযোগ করেন, সম্প্রতি লোকসভা ও রাজ্যসভায় পাস হওয়া ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিরোধীরা পরিকল্পিতভাবে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলেন, “একটি নির্দিষ্ট শ্রেণির মানুষকে ভুল তথ্য দিয়ে বিরোধীরা উস্কানি দেওয়ার চেষ্টা করছে, যা অত্যন্ত নিন্দনীয়।” তিনি জানান, এই বিলের প্রকৃত উদ্দেশ্য ও তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে বিজেপি কেন্দ্রীয় কমিটির নির্দেশে এই জনজাগরণ কর্মসূচি শুরু হয়েছে।
তিনি আরও বলেন, বিরোধীরা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভয় ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আজকের কর্মসূচির মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে। রাজীব ভট্টাচার্য আশ্বাস দেন, ভবিষ্যতেও বিজেপির যুব মোর্চা, মহিলা মোর্চা সহ অন্যান্য শাখা সংগঠনের মাধ্যমে এই ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
এই কর্মসূচিতে বিজেপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন, যারা ওয়াকফ সংশোধনী বিলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন।