নিউজ ডেস্ক ।। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের উভয় কক্ষে ওয়াকফ (সংশোধনী) বিল এবং মুসলমান ওয়াকফ (প্রত্যাহার) বিল পাশকে এক “ঐতিহাসিক মুহূর্ত” হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডলে একাধিক বার্তায় বলেছেন, এই বিল পাশের মধ্য দিয়ে সামাজিক-অর্থনৈতিক ন্যায়বিচার, স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এক নতুন অধ্যায় শুরু হল। তিনি জানান, এই আইন দীর্ঘদিন ধরে অবহেলিত ও সুযোগ বঞ্চিত সমাজের প্রান্তিক মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “যাঁরা সংসদীয় ও কমিটিগত আলোচনায় অংশ নিয়েছেন এবং নিজেদের মতামতের মাধ্যমে এই আইনকে শক্তিশালী করেছেন, তাঁদের প্রতি বিশেষ ধন্যবাদ।” তিনি সংসদীয় কমিটিতে মূল্যবান পরামর্শদাতাদেরও কৃতজ্ঞতা জানান এবং বিস্তৃত আলোচনার গুরুত্বের উপর জোর দেন।
মোদী আরও বলেন, “দশকের পর দশক ধরে ওয়াকফ ব্যবস্থায় স্বচ্ছতা ও দায়বদ্ধতার অভাব ছিল, যার ফলে মুসলমান মহিলা, দরিদ্র মুসলমান এবং পসমন্দা মুসলমানদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন আইন এই সম্প্রদায়ের অধিকার সুরক্ষিত করবে এবং ব্যবস্থায় স্বচ্ছতা আনবে।”
তিনি উল্লেখ করেন, এই সংস্কার ভারতকে একটি আধুনিক, সংবেদনশীল এবং সামাজিক ন্যায়ে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। “প্রতিটি নাগরিকের মর্যাদাকে অগ্রাধিকার দিয়ে আমরা একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক ভারত গড়ে তুলবো,” বলেন প্রধানমন্ত্রী।