নিউজ ডেস্ক || কংগ্রেস পার্টি ওডিশার একমাত্র সাংসদ সপ্তগিরি শংকর উলাকাকে ত্রিপুরা, মণিপুর, সিকিম ও নাগাল্যান্ডের দায়িত্বে নিয়োগ করেছে। তিনি ক্রিস্টোফার তিলককে প্রতিস্থাপন করবেন, যিনি ছয় মাসেরও কম সময় এই পদে ছিলেন।
উলাকার নিয়োগ এমন সময়ে এসেছে যখন ত্রিপুরায় কংগ্রেস নেতৃত্ব সংকট ও অভ্যন্তরীণ বিভাজনের মুখোমুখি। বিশেষত, ২০২৪ সালের সেপ্টেম্বরে রাজ্যসভার নির্বাচনে কংগ্রেসের ভোটদানে বিরত থাকা নিয়ে CPI(M)-এর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছেছে।
২০১৯ এবং ২০২৪ সালে লোকসভায় কোরাপুট থেকে নির্বাচিত হওয়া উলাকা কংগ্রেসের একমাত্র ওডিশার সাংসদ। উত্তর-পূর্ব ভারতে কংগ্রেসকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই তার এই নিয়োগ।
এছাড়াও, কংগ্রেসের সাম্প্রতিক পুনর্গঠনে ভূপেশ বাঘেলকে পাঞ্জাব, সৈয়দ নাসির হুসেনকে জম্মু ও কাশ্মীর, রাজানি পাতিলকে হিমাচল প্রদেশ এবং হরিশ চৌধুরীকে মধ্যপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসের এই পদক্ষেপকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।