নিউজ ডেস্ক || ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষায় ককবরক বিষয়ের প্রশ্নপত্র বাংলা হরফে দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, অনেক পরীক্ষাকেন্দ্রে জনজাতি ছাত্রছাত্রীদের সাহায্য করা হয়নি, ফলে তাদের পরীক্ষা দিতে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে।
তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন সোমবার সামাজিক মাধ্যমে এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, চুক্তি অনুযায়ী পরীক্ষার্থীদের যারা বাংলা হরফ বুঝতে পারেনি, তাদের পরীক্ষকরা সাহায্য করার কথা ছিল। কিন্তু বেশ কিছু কেন্দ্রে সেই নিয়ম মানা হয়নি।
প্রদ্যোত কিশোর দেববর্মন জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন (TSF)-এর নেতৃত্বদের সঙ্গে আলোচনা করেছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দায়িত্বে থাকা পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি, জনজাতি ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষায় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এবং বিধানসভার ভেতরে ও বাইরে এই ইস্যুতে সোচ্চার হওয়ার ডাক দিয়েছেন।
যদিও, কোন কোন পরীক্ষাকেন্দ্রে এই ঘটনা ঘটেছে বা কতজন পরীক্ষার্থী সমস্যার সম্মুখীন হয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনও জানা যায়নি। তবে এই বিতর্ক ত্রিপুরার শিক্ষা মহলে আলোড়ন সৃষ্টি করেছে।