নিজস্ব প্রতিনিধি || ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের দাবিতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কাছে ডেপুটেশন দিল তিপ্রা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন (টিআইএসএফ)। দীর্ঘদিন ধরে এই দাবি জানানো হলেও প্রশাসন কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ সংগঠনের।
টিআইএসএফ-এর এক সদস্য জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের কেবল বাংলা লিপিতে লেখার জন্য বাধ্য করা হচ্ছে, যা জনজাতি শিক্ষার্থীদের প্রতি অবিচার। তাঁদের দাবি, পরীক্ষায় রোমান হরফের ব্যবহারকে অনুমোদন দিতে হবে।
সংগঠন জানিয়েছে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষা দপ্তর ও পর্ষদ সভাপতির কাছেও একাধিকবার ডেপুটেশন জমা দেওয়া হয়েছে, কিন্তু এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এদিন আবারও মধ্যশিক্ষা পর্ষদের কাছে দাবি জানিয়ে স্মারকলিপি তুলে দেন তাঁরা।
সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, দ্রুত সিদ্ধান্ত না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবে টিআইএসএফ।