ত্রিপুরা বিধানসভা অধিবেশনের পথে টিএসএফ-এর বিক্ষোভের মুখে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন
নিউজ ডেস্ক || ককবরক ভাষায় রোমান হরফ চালুর দাবিকে প্রকাশ্যে সমর্থন করলেন ত্রিপুরার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। শুক্রবার বিধানসভা বাজেট অধিবেশনে যাওয়ার পথে তাঁকে আটক করে তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন (টিএসএফ)-এর কর্মীরা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কংগ্রেস দীর্ঘদিন ধরেই এই দাবির পক্ষে।
বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, ‘‘বামফ্রন্ট সরকার কখনও ককবরক ভাষায় রোমান হরফ চালুর দাবিকে গুরুত্ব দেয়নি। দুর্ভাগ্যজনকভাবে বর্তমান সরকারও এ নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু কংগ্রেস বরাবরই এই দাবির সমর্থনে রয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘জনজাতির ভাবাবেগ সরকারকে উপলব্ধি করতে হবে। দীর্ঘদিন ধরে তাঁরা তাঁদের ন্যায্য দাবি জানিয়ে আসছেন। অথচ, পূর্বতন ও বর্তমান সরকার কেবল তালবাহানা করছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে ককবরক ভাষায় রোমান হরফ চালু করা হোক।’’
টিএসএফ-এর তরফে দাবি জানানো হয়েছে, ককবরক ভাষার প্রসার এবং সহজবোধ্যতার জন্য রোমান হরফ চালু করা জরুরি। তাঁদের বক্তব্য, অনেক রাজ্যে স্থানীয় ভাষায় রোমান হরফ ব্যবহারের প্রচলন রয়েছে, ত্রিপুরাতেও সেই রীতি চালু করা উচিত।
বিষয়টি নিয়ে রাজ্য সরকারের অবস্থান কী, এখন সেটাই দেখার।