নিউজ ডেস্ক || ত্রিপুরা বিধানসভায় ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের বিষয়ে সরব হলেন তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। বাজেট অধিবেশনের শূন্য সময়ে তিনি মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান। বনমন্ত্রী অনিমেষ দেববর্মাও ককবরক ভাষাভাষী সম্প্রদায়ের উদ্বেগ বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মুখ্যমন্ত্রী ককবরক স্ক্রিপ্ট ইস্যুতে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। তিনি জানান, বর্তমান সরকার সমস্যা সমাধানের সরকার এবং ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করে। ছাত্রছাত্রীদের ভবিষ্যত নিয়ে আপোস না করার প্রতিশ্রুতি দেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও জানান, রোমান ও দেবনাগরী স্ক্রিপ্ট নিয়ে পূর্বে আলোচনা হয়েছে, তবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। দিল্লির ত্রিপাক্ষিক চুক্তিতে এই ইস্যু অন্তর্ভুক্ত ছিল। তিনি ককবরক ভাষার আদিবাসী লিপি নিয়ে গবেষণা ও উন্নয়নের পরামর্শ দেন, যা ৮ম তফসিলে অন্তর্ভুক্তির পথ সুগম করতে পারে।
এই বিষয়ে চূড়ান্ত সমাধানের লক্ষ্যে সরকার কাজ করবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।