নিউজ ডেস্ক || ত্রিপুরায় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা দুটি নতুন কল্যাণ প্রকল্প ঘোষণা করেছেন, যা রাজ্যের কন্যাসন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সহায়ক হবে।
মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা প্রকল্পের আওতায়, অতি দরিদ্র (অন্ত্যোদয়) পরিবারের প্রত্যেক নবজাতিকা কন্যার জন্য রাজ্য সরকার ₹৫০,০০০ মূল্যের এককালীন বন্ড ইস্যু করবে। ১৮ বছর পূর্ণ হলে এই বন্ডের মূল্য বৃদ্ধি পেয়ে ₹৮ থেকে ₹১০ লাখ পর্যন্ত হতে পারে, যা তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সাহায্য করবে।
মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা প্রকল্পের মাধ্যমে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ১৪০ জন মেধাবী ছাত্রীকে একটি করে স্কুটার প্রদান করা হবে, যাতে তারা উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে পারে এবং তাদের চলাচল সহজ হয়।
এই প্রকল্পগুলির ঘোষণা করতে গিয়ে জে.পি. নাড্ডা বলেন, “নারীরা আমাদের মূল শক্তি। বিজেপি সর্বদা তাদের কল্যাণকে অগ্রাধিকার দেয়।” এই উদ্যোগ রাজ্যের কন্যাসন্তানদের শিক্ষা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।