নিজস্ব প্রতিনিধি || ত্রিপুরায় কর্মসংস্থান এবং নেশামুক্ত সমাজ গড়ার দাবিতে মঙ্গলবার ধর্মনগরে DYFI এবং TYF-এর যৌথ উদ্যোগে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় সিপিআইএম ধর্মনগর মহকুমা দপ্তর থেকে শুরু হওয়া এই পদযাত্রা পুরো ধর্মনগর শহর পরিক্রমা করে নেতাজি মূর্তির পাদদেশে এসে শেষ হয়। পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় রাজ্য সরকারের প্রতি বছরে ৫০ হাজার সরকারি চাকরি প্রদান এবং নেশামুক্ত ত্রিপুরা গড়ার প্রতিশ্রুতি পূরণের জোরালো দাবি জানানো হয়।
পথসভায় উপস্থিত ছিলেন বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ, বিধায়ক ইসলাম উদ্দিন, প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, জেলা সম্পাদক অভিজিত দে, রাজ্য কমিটির সদস্য অমিতাভ দত্ত সহ DYFI ও TYF-এর অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা রাজ্য সরকারের তরুণদের জন্য কর্মসংস্থান এবং মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
এই কর্মসূচির মাধ্যমে DYFI এবং TYF ত্রিপুরার তরুণ সমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং মাদকের করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করতে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালান।